গণশক্তি ডেস্কঃ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচদিন ও ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকাল ৮টার কিছু পর আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আনা হয় ঢাকা সিএমএম আদালতে।
এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিনের এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের ৫ ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫