• শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই ——মাওলানা হাবিবুর রহমান সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ ঢাকায় অনুষ্টিতব্য সমাবেশ সফলে সিলেট জেলা যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা অতিরিক্ত আইজিপি হওয়ায় সহকর্মী সহ সভার ভালোবাসা এস এম পি কমিশনার শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন অগ্রাধিকার ভিত্তিতে বুরহানউদ্দিন রাস্তা সংস্কারের আশ্বাস যুক্তরাজ্য প্রবাসী কবি আলিফ উদ্দিনের বিভক্তির রাজনীতি দেশের জন্য আত্মঘাতী হবে —মুহাম্মদ ফখরুল ইসলাম আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই, যেখানে কোন ভেদাভেদ থাকবে না- ডা.শফিকুর রহমান

মাধবপুরে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মাধবপুরে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ
মাধবপুর প্রতিনিধি
মাধবপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২:৫৯

মাধবপুরে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া হযরত শাহ চাঁন মিয়া সাহেবের মাজার পরিচালনা নিয়ে বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১ টায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজারের বার্ষিক ওরস উদযাপনের প্রস্তুতির সময় সকাল ১১টায় ভক্তরা মাজারে সমবেত হন। এই সময় মাজার পরিচালনায় কার নেতৃত্বে ওরস হবে, এ নিয়ে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও সাইমন চৌধুরী সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরবর্তীতে তর্কবির্তকের মধ্যে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।

এ ঘটনায় ইট-পাটকেল নিক্ষেপে উভয়পক্ষের ৪/৫ জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি শান্ত হয়।

উল্লেখ্য, গত তিন বছর ধরে মাজার পরিচালনা নিয়ে এই ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। হযরত শাহ চাঁন মিয়া ছিলেন একজন আধ্যাত্মিক পীর এবং তাঁর অনেক ভক্ত ও অনুসারী রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম রোববার বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো মুসল্লি উপস্থিত হন। তবে, বর্তমানে মাজার পরিচালনায় রাজনৈতিক প্রভাব এবং বিভেদ লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, হযরত শাহ চাঁন মিয়া পীর সাহেবের আত্মীয় ও ভক্তদের নিয়ে দীর্ঘদিন ধরে ওরস উদযাপন হয়ে আসছে। কিন্তু গত ৩/৪ বছর ধরে রাজনৈতিক কিছু ব্যক্তিরা মাজারটি দখলের চেষ্টা করছে, যা মাজারের আসল ভক্তরা মেনে নিতে পারছেন না।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে


More News Of This Category
bdit.com.bd