মাধবপুরে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ
মাধবপুর প্রতিনিধি
মাধবপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২:৫৯
মাধবপুরে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া হযরত শাহ চাঁন মিয়া সাহেবের মাজার পরিচালনা নিয়ে বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১ টায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজারের বার্ষিক ওরস উদযাপনের প্রস্তুতির সময় সকাল ১১টায় ভক্তরা মাজারে সমবেত হন। এই সময় মাজার পরিচালনায় কার নেতৃত্বে ওরস হবে, এ নিয়ে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও সাইমন চৌধুরী সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরবর্তীতে তর্কবির্তকের মধ্যে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।
এ ঘটনায় ইট-পাটকেল নিক্ষেপে উভয়পক্ষের ৪/৫ জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, গত তিন বছর ধরে মাজার পরিচালনা নিয়ে এই ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। হযরত শাহ চাঁন মিয়া ছিলেন একজন আধ্যাত্মিক পীর এবং তাঁর অনেক ভক্ত ও অনুসারী রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম রোববার বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো মুসল্লি উপস্থিত হন। তবে, বর্তমানে মাজার পরিচালনায় রাজনৈতিক প্রভাব এবং বিভেদ লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, হযরত শাহ চাঁন মিয়া পীর সাহেবের আত্মীয় ও ভক্তদের নিয়ে দীর্ঘদিন ধরে ওরস উদযাপন হয়ে আসছে। কিন্তু গত ৩/৪ বছর ধরে রাজনৈতিক কিছু ব্যক্তিরা মাজারটি দখলের চেষ্টা করছে, যা মাজারের আসল ভক্তরা মেনে নিতে পারছেন না।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫