• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের উপর হামলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে ——মুহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন সংগ্রহ ৩৬ প্রার্থীর রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট’র নির্বাচন সিলেট “ল” কলেেজর ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ কানাইঘাটে ব্যবসায়ীকে মারধর করে ১লক্ষ দশ হাজার টাকা ছিনতাইর অভিযোগ নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ইমাজ উদ্দিন তাহিরপুরে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিএনপি পরিচয়ে চাঁদাবাজি হামলা : ব্যবস্থা গ্রহন দাবি দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দের যোগদান সাগর রুনি হত্যার প্রতিবেদনের সময় বাড়ল ছয় মাস

এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক ০২ জন ছিনতাইকারীসহ নগদ অর্থ উদ্দ্যার

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক ০২ জন ছিনতাইকারীসহ ছিনতাইকৃত ০১টি মোবাইল ফোন, নগদ ৩৮০০/- টাকা ও ছিনতাইকারী কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার আটকঃ

কামাল হোসেন (৩৬), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা-আফিয়া বেগম, সাং-মনোহরপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, তিনি জিন্দাবাজার (প্যারিস রেষ্ট হাউজ হোটেল এর কর্মচারী) তিনি প্রতিদিনের ন্যায় কাজে শেষে গত ২৯/০৭/ ২০২৫খ্রিঃ রাত আনুমানিক ৯.০০ ঘটিকায় হোটেল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে পূর্বপরিচিত ব্যক্তি তামিম তাকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে প্রথমে মোটরসাইকেলে উঠায় এবং পরে হাউজিং এস্টেট ৮নং লেন এলাকা থেকে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৬৪৭৯) তে উঠায়। প্রাইভেটকারে থাকা ৪ জন ব্যক্তি তাকে সালুটিকর ব্রিজের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে কিল-ঘুষি, চড়-থাপ্পর ও ভয়ভীতি প্রদর্শন করে তার নিকট থাকা মোবাইল ফোন (মডেল: VIVO 30, মূল্য: ৫০,০০০/- টাকা) ও নগদ ৩৮০০/- টাকা ছিনিয়ে নেয়। পরে আসামিরা কামাল হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়ার উদ্দেশ্যে সালুটিকর থেকে বাইপাস হয়ে বাইশটিলা এলাকায় যাওয়ার পথে স্থানীয় বাজারে উপস্থিত জনতা দেখে কামাল হোসেন শোরচিৎকার দিলে লোকজন তাদের গাড়ীকে ধাওয়া দেয়। একপর্যায়ে কামাল হোসেন সিলেট গ্র্যান্ড সিলেট এর সামনে পৌঁছালে কৌশলে প্রাইভেটকারের জানালা দিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় এয়ারপোর্ট থানা পুলিশ ০২ জন ছিনতাইকারীকে প্রাইভেটকারসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামী হলোঃ ১। সাইফুল ইসলাম (২৫), পিতা-আব্দুল হক, সাং-রানীগঞ্জ, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-সেনপাড়া, শিবগঞ্জ, বাসা নং-পুস্পা-১১২, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট, ২। লিমন আহমদ জয় (২৬), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-গৌরীনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-বাসা নং-প্রান্তি-২৪, সুবিদবাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২০, তাং-৩০/০৭/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। ধৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd