শাহপরান রহঃ থানাধীন ৩৬ নং ওয়ার্ডের বালুচর আল্ ইসলাহ্ এলাকায় বায়তুল জান্নাত জামে মসজিদের পশ্চিমে উত্তরে শুক্কুর মিয়ার মার্কেট ও কলোনী বাসায় মধ্য রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আশপাশের মানুষের চেচামেচি শুনে দৌড়ে আসেন কেয়ারটেকার বাবুল মিয়া, মার্কেট ও বাসার কেয়ারটেকার। পরবর্তীতে ছুটে আসেন মার্কেটের ব্যবসায়ী ঈসমাইল মিয়া, আল ইসলাহ মোছাব্বির ভবনের ভাড়াটিয়া ও মা ভেরাইটিজ ষ্টোরের গোডাউনের মালিক।
ধীরে ধীরে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌছে, এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনাস্থলে কেয়ারটেকার জানান, পরিবারের লোকজন বাড়ীতে বেড়ানোতে ছিলো এবং আকাশের অবস্থা মেঘে আছন্ন ছিলো বলে পাশ্ববর্তী বাড়িতে ঘুমে ছিলাম। আশপাশের লোকজনের চেচামেচি শুনে বের হয়ে আসলে আগুন দেখতে পাই।
বাবুল মিয়া জানান, নগদ ১ লক্ষ্য ৫২ হাজার টাকাসহ আনুমানিক ৮ লক্ষ্য টাকা ক্ষতি সাধন হয়েছে।
মার্কেটের ব্যবসায়ী মা ভেরাইটিজ ষ্টোরের প্রোপাইটার ও গোডাউনের মালিক ঈসমাইল মিয়া জানান, এমন অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয় ক্ষতি প্রায়ই ৫ থেকে ৬ লক্ষ টাকা।
এ ব্যপারে ২৮ এপ্রিল শাহপরান রহঃ থানায় ২টি সাধারণ ডায়রি করা হয়েছে।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫