• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়ার গণধর্ষণ মামলার আসামী বাবুল র‍্যাবের হাতে গ্রেপ্তার

Reporter Name / ৩৪১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সন্তোষপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবুল মল্লিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৪ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি জেলার ফুলবাড়ীয়ায় ভুক্তভোগী এক নারী গণধর্ষণের শিকার হন। ওই নারীর স্বামী কাঁচামালের ব্যবসা করায় তিনি প্রায় সময় বাড়ির বাইরে থাকতেন৷ এই সুযোগ কাজে লাগিয়ে বাবুল মল্লিক বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিত। গত ২৫ ডিসেম্বর ওই নারী কেশরগঞ্জ বাজার থেকে ফেরার পথে বাবুল ও তার বন্ধু মিলে জোরপূর্বক তাকে সন্তোষপুর রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে।

এসময় অভিযুক্তরা ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই নারী বিষয়টি তার স্বামীকে মোবাইলে জানান এবং পরের দিন ফুলবাড়িয়া থানায় গণধর্ষণ মামলা হয়। এরপর বাবুল ও ফরিদ এলাকা থেকে পালিয়ে যায়।

র‍্যাব-৩-এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন বলেন, র‍্যাব জানতে পারে ধর্ষণ মামলার পলাতক আসামি বাবুল মল্লিক ঢাকায় আত্মগোপনে রয়েছে। পরে ধূর্ত বাবুল নিজের স্থান পরিবর্তন করে ফতুল্লায় অবস্থান করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ বাবুল মল্লিককে গ্রেপ্তার করে। এই মামলার ২ নম্বর আসামি ফরিদ হাসান এখনো পলাতক রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


More News Of This Category

সিলেটে দুই ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সোমবার ১৭ ফেব্রয়ারী সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

bdit.com.bd