• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
আয়নাল আলালের হত্যাকারীদের কে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে…….এডভোকেট জামিল আহমদ রাজু। এনসিপি’র তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নে আমীরে জামায়াতের সফর শেষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন কানাইঘাটের সালমান আহমেদ খুরশেদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশি জনগণ: যুক্তরাষ্ট্র কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিউ সুরমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১৩ জন পুরুষ ও ০৫ জন নারীসহ মোট ১৮ জন গ্রেফতারঃ ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল চন্দ্র দাস এর মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনির শোক প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মুখে হাসি ফোঁটাতে চায়: ঝিংগাবাড়ীতে হাফিজ আনোয়ার হোসেন খান সিলেট মহানগর এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এসএমপি ও সেনাবাহিনীর যৌথ রাত্রীকালীন চেকপোস্ট অভিযান প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির

এনসিপি’র তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এনসিপি’র তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত
(বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত)

গতকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে দলটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি’র আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় উক্ত সাধারণ সভার আলোচ্য বিষয় ছিল – এনসিপি’র অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানো, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানো।

এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক জনাব খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের মাধ্যমে সভাটি শুরু হয়। এতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। এছাড়াও, কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে। উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে এনসিপি’র কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল ২০ এপ্রিল, রোজ রবিবার উক্ত কমিটি ঘোষিত হবে। সর্বশেষ, চলতি সপ্তাহে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, ঢাকা মহানগর বিক্ষোভ কর্মসূচি পালন করবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তা প্রেরক,
সালেহ উদ্দিন সিফাত
যুগ্ম সদস্যসচিব (দপ্তর)
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি


More News Of This Category
bdit.com.bd