সিলেট মহানগর এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এসএমপি ও সেনাবাহিনীর যৌথ রাত্রীকালীন চেকপোস্ট অভিযান
গত ১৩ এপ্রিল ২০২৫ খ্রিঃ রাত ১২:৩০ ঘটিকা থেকে ১৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ রাত ১:৩০ ঘটিকা পর্যন্ত সিলেট মহানগরীর টিলাগড় পয়েন্ট, কোম্পানিগঞ্জ বাইপাস, বরশলা পয়েন্টসহ আশপাশ এলাকায় চেকপোস্ট ও যানবাহন তল্লাশি অভিযান পরিচালিত হয়।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। অভিযানকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) জনাব মোঃ মনজুরুল আলম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-ক্রাইম) জনাব সাহাদত হোসেন।
এছাড়াও চেকপোস্ট ডিউটিতে অংশগ্রহণ করে ট্রাফিক পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী এবং এসএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ।
চেকপোস্টে অভিযানের সময় কোম্পানিগঞ্জ বাইপাস এলাকায় ৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ৩টি সিএনজি এবং ৫টি মোটরসাইকেল আটক করা হয়।