• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাট উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

গোয়াইনঘাট উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।। বদর দিবসের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান
——————————————————————
গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী ইউনিট ও যুব বিভাগের উদ্যোগে গতকাল উপজেলা অডিটোরিয়ামে পেশাজীবী ইউনিটের সভাপতি মাষ্টার মন্জুর আহমদের সভাপতিত্বে এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তাগণ ১৭ রমজানের বদর দিবসের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে বলেন, বদর দিবস হচ্ছে হক্ব ও বাতিলের মধ্যে পার্থক্যের লড়াই এবং সত্য মিথ্যার দ্বন্দ্ব নিরসে চুড়ান্ত সমাধান। ইসলাম হচ্ছে সত্য ও আলো এবং কুফরি হচ্ছে বাতিল। ন্যায়ের পথে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম কেউ দমিয়ে রাখতে পারবে না। এক্ষেত্রে এক ও ঐক্যবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম কে জোরদার করতে হবে।অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। আগামী দিনে জনগণের ভোটে জামায়াতে ইসলামী বা অন্য কোন ইসলামী দল নির্বাচিত হলে এক্ষেত্রে দেশী বিদেশী কোন ষড়যন্ত্র বা চক্রান্ত যাতে ভুলন্ঠিত করতে না পারে,নিজ নিজ পক্ষে বা বিপক্ষে জনরায় যা ই হোক আমাদের কে মেনে নিতে হবে। অন্যায় কিছু কেউ সৃষ্টি করলে রুখে দিতে হবে।
ইসলাম প্রতিষ্ঠা ছাড়া অন্য পথে কখনোই মানবতার নিশ্চিত মুক্তি সম্ভব হবে না বলে বক্তাগণ সতর্ক আহবান জানান।

মাহফিলে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইফতার মাহফিল শুরু পূর্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ।

ইফতার মাহফিলে বন্ধুপ্রতীম রাজনীতিক সংগঠনের সম্মানিত অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আখলাকুল আম্বিয়া,বিএনপি নেতা আব্দুল হক। সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ,ডাক্তার আব্দুন নূর, উপজেলা
সহকারী সেক্রেটারী, হাফিজ মিসবাহ উদ্দিন, যুব বিভাগের সভাপতি ইমরুল হাসান, শ্রম বিভাগের সভাপতি মালেক আহমদ।

অন্যান্যদের মধ্যে, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সাবেক সভাপতি ডাক্তার তবারক আলী, ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাষ্টার আজির উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন জামায়াতের সহ- সভাপতি ইব্রাহিম খলিল,সেক্রেটারী কামাল উদ্দিন,লেঙ্গড়া ইউনিয়ন সভাপতি কাজী ফরীদ উদ্দীন, সেক্রেটারী নুর হোসেন কাসেমী, পেশাজীবী ইউনিটের সেক্রেটারী মাষ্টার মোশাররাফ হোসেন,

যুব বিভাগের সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম
মৌলভী স্যার নুরুল আমিন হেলালী,পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, মাওলানা নাজিম উদ্দিন,সেক্রেটারী ইমরান আহমদ,জামায়াত নেতা শাহীনুর রহমান,গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল আলম, সাবেক সভাপতি আমির উদ্দিন,সেক্রেটারী হিফজুর রহমান জুনেদ, গোয়াইনঘাট কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, পেশাজীবি বিভাগের মাষ্টার অলিউর রহমান,জামায়াত নেতা জহির উদ্দিন বাবর,ফতেহপুর ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী নজরুল ইসলাম,উপজেলা ,নন্দীরগাও ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ডের তত্বাবধায়ক ইদ্রিস আলী,জামায়াত নেতা ওলিউর রহমান, কয়েস আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন,ওলামা বিভাগের সভাপতি হজরত মাওলানা নেছার আহমদ।


More News Of This Category
bdit.com.bd