• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

দারিদ্র দূরীকরণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে —-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিলেট মহানগর জামায়াতের রিক্সা বিতরণ

দারিদ্র দূরীকরণে জামায়াত
নিরলসভাবে কাজ করে যাচ্ছে
—-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। দ্বীনের আলোকে রাষ্ট্র ও সমাজ গঠন করে কোটি কোটি মানুষের জীবনের কল্যাণের জন্য একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। জামায়াত সমাজের হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের দুঃখ দুর্দশা অভাব অন্টনে পাশে দাঁড়াবার চেষ্টা অব্যাহত রেখেছে। দারিদ্র দূরীকরণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে সিলেটে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কয়েকজন হতদরিদ্র ভাইকে রিক্সা উপহার দেয়া হয়েছে। এর যত্ন নিবেন। এই বাহন দিয়ে আপনারা হালাল উপার্জনের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করবেন।

তিনি বলেন, আমরা দেখেছি একটি রিক্সা উপহার পেয়ে হালাল উপার্জনের মাধ্যমে কেউ কেউ কয়েকটি রিক্সা এমনকি গ্যারেজেরও মালিক হয়েছেন। আজকে আপনারা যারা একটি রিক্সা পেয়েছেন। একদিন তারা নিজেরা কয়েকটা রিক্সার মালিক হবেন। জামায়াতের জন্য দোয়া করবেন, সৎ পথে চলবেন, পাচঁ ওয়াক্ত নামাজ আদায়, রোজা রাখা, রুজি হালাল করা, পর্দা মেনে চলা, বিবি-বাচ্চাদের দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করতে হবে। নির্বাচন কিংবা সমাজ পরিবর্তনের সুযোগ পেলে ইসলামী দল হিসেবে জামায়াতের পাশে থাকবেন। ইনশাআল্লাহ।

তিনি শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবি শ্রমিকদের মাঝে রিক্সা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে নগর জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে ১১ জন শ্রমজীবি ভাইকে রিক্সা উপহার দেয়া হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত রিক্সা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ।


More News Of This Category
bdit.com.bd