জেলা সেক্রেটারির বাবার ইন্তেকালে ছাত্রশিবির জেলা পূর্বের শোক প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আবু আইয়ুব মঞ্জু ভাইয়ের সম্মানিতা পিতা হাফিজ আব্দুর রহিম সাহেব, আজ, ৮মার্চ ২০২৫,দুপুর ১২:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি *মারুফ আহমদ* মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “মরহুম ছিলেন একজন আদর্শ পিতা, যিনি নিজের পরিবারকে ইসলামের নৈতিকতা ও মূল্যবোধে গড়ে তুলেছেন। তাঁর জীবন আমাদের জন্য অনুকরণীয়। তিনি ইসলামী মূল্যবোধে উজ্জীবিত মানুষ, যিনি তাঁর পরিবারের প্রতিটি সদস্যকে ইসলামী আদর্শের আলোকে গড়ে তোলার জন্য গভীর ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা করেছেন। তাঁর শূন্যতা আমাদের কাছে অপূরণীয়। মরহুমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!”
“সম্মানিত পিতা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন(সিলেট ইবনে সিনা হসপিটালে চিকিৎসা নিয়েছেন)। আপনাদের নিকট দোয়ার দরখাস্ত জানাই, আল্লাহ যেন সম্মানিত পিতাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সেই সাথে জেলা সেক্রেটারির পরিবারের সকল সদস্যকে ধৈর্যধারণের তাওফিক দান করেন, আমিন।”
উল্লেখ্য, মরহুমের জানাজা আজ রাত বাদ এশা ১০:০০ মিনিটে জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে, সকলের উপস্তিতি ও দোয়া কামনা করছি।
বার্তাপ্রেরক
মহসিন আলমাছ
প্রচার সম্পাদক
সিলেট জেলা পূর্ব।