নতুন সিলেট প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন রাধিকা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬.২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বালুয়াকান্দা গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ টিটু মিয়া (৪৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার শান্তিপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ ইউনুস মিয়া (৩৬)।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৬৯ বোতল ফেনসিডিলসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের জুম্মন মিয়ার স্ত্রী আছমা আক্তার (৩৫) এবং সুমন মিয়ার স্ত্রী বকুল আক্তার (৩৮)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।