• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মজিদ খান

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মজিদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম গত ১৮ অক্টোবর দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করার আদেশ দেন।

১৮ জুলাই হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যশের আব্দা এলাকার বাসিন্দা মরম চান সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদালত পরিদর্শক মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল মওলা আদালতে আবেদন করলে আসামির উপস্থিতিতে শোনানি শেষে বিচারক মজিদ খানকে শ্যোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন।

ছাত্র আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট বানিয়াচং থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নয়জন নিহত হন। এ মামলায় গত ১০ ফেব্রুয়ারি মজিদ খানকে ঢাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


More News Of This Category
bdit.com.bd