• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

সিলেটে ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বিয়ের গাড়ি, চালক আহত

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটে ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বিয়ের গাড়ি, চালক আহত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় ছিটকে ধানক্ষেতে পড়লো বিয়ের গাড়ি। যাত্রীবিহীন প্রাইভেটকারটি খালি থাকায় একমাত্র চালক প্রাণে বেঁচে গেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের শাহমালুম (র.) মাজার সংলগ্ন রাজনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুশিয়ারা ব্রিজ পার হওয়ার পর হর্ন বাজায়। এমন সময় লেভেল ক্রসিং পারাপারকালে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়ে বর আনতে যাওয়া ফুল দিয়ে সাজানো প্রাইভেটকারটি। চালক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না।

অন্যদিকে ট্রেন চালক হর্ন দিয়েও ব্রেক করতে না পেরে সজোরে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে ছিটকে প্রায় ৩০ ফুট দূরে গাড়লি বিলের ধান ক্ষেতে পড়ে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘ট্রেনের সঙ্গে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। তবে তার বুকে আঘাত প্রাপ্ত হওয়ায় পরিবারের লোকজন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটি বিয়ের গাড়ি (প্রাইভেটকার) সাজানো অবস্থায় বরের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি অন্তত ৩০ ফুট দূরে ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে চালক সামান্য আহত হয়েছেন। প্রাইভেটকারে চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। তবে চালক আলৌকিকভাবে বেঁচে যান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd