• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রামাদ্বানে মানব মনে খোদাভীতি জাগ্রত করার শপথ নিতে হবে —মুহাম্মদ ফখরুল ইসলাম ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, যানজটে ভোগান্তি শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট দারিদ্র দূরীকরণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে —-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সিলেট স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল আন্তর্জাতিক ৪১ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প ছাতকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার সাবুল মিয়া

রমজানে রাজধানীর যে ২৫ স্থানে কম দামে মিলবে মাংস-ডিম-

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

  • জাতীয়

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০
রমজানে রাজধানীর যে ২৫ স্থানে কম দামে মিলবে মাংস-ডিম-দুধ
ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য যেমন- মাংস, দুধ, ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে বিক্রির জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে।

রমজানে রাজধানীর ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস ডিম দুধ

আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ বিপণন কার্যক্রম উদ্বোধন করা হবে।

এলাকাগুলো হচ্ছে–

১। সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)
২। খামারবাড়ি (ফার্মগেট)
৩। ষাটফুট রোড (মিরপুর)
৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫। নয়াবাজার (পুরান ঢাকা)
৬। বনশ্রী
৭। হাজারীবাগ (সেকশন)
৮। আরামবাগ (মতিঝিল)
৯। মোহাম্মদপুর (বাবর রোড)
১০। কালশী (মিরপুর)
১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)
১২। শাহজাদপুর (বাড্ডা)
১৩। কড়াইল বস্তি, বনানী
১৪। কামরাঙ্গীর চর
১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)
১৬। নাখাল পাড়া (লুকাস মোড়)
১৭। সেগুনবাগিচা (কাঁচা বাজার)
১৮। বসিলা (মোহাম্মদপুর)
১৯। উত্তরা (হাউজ বিল্ডিং)
২০। রামপুরা (বাজার)
২১। মিরপুর-১০
২২। কল্যাণপুর (ঝিলপাড়)
২৩। তেজগাঁও
২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫। কাকরাইল

প্রতিদিন সম্ভাব্য বিক্রির পরিমাণ

ডিম : ৬০ হাজার পিস
পাস্তুরিত দুধ : ৬ হাজার লিটার
ড্রেসড ব্রয়লার : ২ হাজার কেজি
গরুর মাংস : ২০০০-২৫০০ কেজি।

মূল্য তালিকা

ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা


More News Of This Category

bdit.com.bd