• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২১ অপরাহ্ন

র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ৩

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন সুলতানপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ রমজান আলী (৪০) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রমজান আলী (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার উত্তর খাড় পাড়া গ্রামের মোঃ আলীর ছেলে।

অপরদিকে ঐদিন রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোল প্লাজাস্থ’ ঢাকা-সিলেট মহাসড়কের ভোজন বিলাস রেষ্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২.৫ কেজি গাঁজাসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার উজান কাশিয়ার চর এলাকার ফজলুল হকের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার কালাইছি পাড়া এলাকার সুকুমার চৌহানের চেলে রাজেশ চৌহান (৪০)। এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজিও জব্দ করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category

সিলেটে দুই ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সোমবার ১৭ ফেব্রয়ারী সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

bdit.com.bd