ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন সুলতানপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ রমজান আলী (৪০) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রমজান আলী (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার উত্তর খাড় পাড়া গ্রামের মোঃ আলীর ছেলে।
অপরদিকে ঐদিন রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোল প্লাজাস্থ’ ঢাকা-সিলেট মহাসড়কের ভোজন বিলাস রেষ্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২.৫ কেজি গাঁজাসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার উজান কাশিয়ার চর এলাকার ফজলুল হকের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার কালাইছি পাড়া এলাকার সুকুমার চৌহানের চেলে রাজেশ চৌহান (৪০)। এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজিও জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।