আজহারির বয়ান শুনতে সার্কিট হাউজ মাঠে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬
আজহারীর বয়ান শুনতে সার্কিট হাউজ মাঠে জনতার ঢল
বিশ্বনন্দিত ইসলামিক বক্তা ও স্কলার ড. মিজানুর রহমান আজহারীর বয়ান শুনতে জনতার ঢল নেমেছে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে। এতে নগরজুড়ে জনস্রোত সৃষ্টি হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই দৃশ্য।
এর আগে, গতরাত থেকেই সার্কিট হাউজ মাঠে অবস্থান নেয় ধর্মপ্রাণ মানুষ। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার দলে দলে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। ফলে দুপুর ১২টা পর্যন্ত ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের বেশির ভাগ অংশে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
আল ইসলাম ট্রাস্ট আয়োজিত এই তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা মো. নূরুল ইসলাম।
এ সময় জামায়াত নেতা আসাদুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওয়ালিউল্লাহ, হাফেজ মাওলানা আবু তাহের খান, মাওলানা মোজাম্মেল হক প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাদ জোহর সার্কিট হাউজের তাফসিরুল কুরআন মাহফিলের মঞ্চে উপস্থিত হবেন ড. মিজানুর রহমান আজহারী। তবে ঠিক কয়টায় তিনি বক্তব্য দেবেন, তা এখনো নিশ্চিত করে বলা যায়নি।
আয়োজক সূত্র জানায়, আজহারীর মাহফিল উপলক্ষে ১০ থেকে ১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এজন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া জিলা স্কুল হোস্টেল মাঠে নারীদের বসার ব্যবস্থা করা হয়। এ সময় সার্কিট হাউজ মাঠসহ নগরীর বিভিন্ন পয়েন্টের ২২টি স্থানে বড় পর্দার প্রচার করা হচ্ছে এই মাহফিলের বয়ান।
এ ছাড়া এই সমাগমকে কেন্দ্র করে তিনটি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক ওজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থার করা হয়েছে। সেইসঙ্গে আজহারীর বক্তৃতা প্রচারের জন্য দুই শতাধিক মাইক লাগানো হয়েছে অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায়।