• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ গ্রেফতার

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ গ্রেফতার

হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য করেছেন।

হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ‘সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানকে আনার জন্য ঢাকায় পুলিশের একটি দল পাঠানো হচ্ছে।’

উল্লেক্য, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৯ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তিনি ২ নম্বর আসামি। এ ছাড়া হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলায় তার নাম ৩ নম্বরে রয়েছে। মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে ওই আসনে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বাদী।


More News Of This Category
bdit.com.bd