• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

লং মার্চকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

লং মার্চকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০
লং মার্চকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
চার দফা দাবি আদায়ে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি পূরণের কোনো ঘোষণা না এলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আল্টিমেটামের সময় শেষে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পুলিশের এমন অবস্থানে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরাও। শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এই চিত্র দেখা গেছে।

শিক্ষার্থীরা বলছেন, গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ৭ কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিলেও এর ৭ দিন পার হওয়ার পরও দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি। তাই বৈষম্যের শিকার ম্যাটস শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছে। এমনকি আজকের এই পরিস্থিতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেও দায়ী করেন তারা।

আরিফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বাধা দিচ্ছে। ৫ আগস্ট স্বৈরাচারকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরও পুলিশের এমন আচরণ আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব। অবশ্যই আজকের মধ্যে দাবি পূরণের ঘোষণা দিতে হবে।


More News Of This Category
bdit.com.bd