মেট্রোরেল পরিচালনা করতে মাসে বিদ্যুৎ লাগে ৬ কোটি টাকার নিজস্ব প্রতিবেদক ৫ ফেব্রুয়ারি ২০২৫, মেট্রোরেল পরিচালনা করতে মাসে বিদ্যুৎ লাগে ৬ কোটি টাকার বর্তমানে মেট্রোরেল পরিচালনা করতে প্রত্যেক মাসে ৬ কোটি টাকার বিদ্যুৎ প্রয়োজন হয় বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান ডিএমটিসিএলের পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান। তিনি বলেন, বিদ্যুৎ বিল আমাদের এখন মাসে প্রায় ছয় কোটি টাকার মতো যায়। আর ম্যানপাওয়ার এবং আনুষঙ্গিক খরচে যায় ছয় কোটি টাকার মতো। ম্যানপাওয়ারে ভাগ আছে। একটা অংশ হচ্ছে কোম্পানির, আরেকটা হচ্ছে প্রজেক্টের। প্রজেক্টের ম্যানপাওয়ারের বেতন প্রজেক্ট থেকে দেওয়া হয়, কোম্পানির ম্যানপাওয়ারের বেতন কোম্পানি থেকে দেওয়া হয়।