• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

সাতক্ষীরা সীমান্তে ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সীমান্ত সংলগ্ন দেবহাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে সীমান্ত সংলগ্ন দেবহাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান।

গ্রেপ্তার বেনজীর আহমেদ নিশি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের সাবেক সভাপতি।

ওসি হযরত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশিকে তার ভগ্নিপতি রাশিদুল ইসলামের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিশি ও তার স্বামী সেখানে ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। রাশিদুল উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

নিশির বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে পুলিশের গোয়েন্দা বিভাগ নিয়ে গেছে।


More News Of This Category

সিলেটে দুই ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সোমবার ১৭ ফেব্রয়ারী সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

bdit.com.bd