• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

আগেঢাকা উত্তর-চট্টগ্রামসহ ১০ জেলা ও মহানগরে বিএনপির নতুন কমিটি

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

ঢাকা উত্তর, চট্টগ্রাম মহানগরসহ দেশের ১০টি জেলা ও মহানগরে কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ছয় সদস্যের আংশিক কমিটিতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরের ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে।

মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও জিয়াউদ্দিন সিকদারকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বরিশাল মহানগরে।

সিলেট মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক করা হয়েছে ইমদাদ হোসেন চৌধুরীকে। এই কমিটিতে পদ পেয়েছে মোট ১৭০ জন।

ফয়জুর রহমান ময়ুনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে মৌলভীবাজারে। একই সংখ্যক সদস্য নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে কলিম উদ্দিন আহমেদ মিলনকে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।

কুতুব উদ্দীন আহমেদকে আহ্বায়ক ও জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে কুষ্টিয়ায়।

এছাড়া ময়মনসিংহ জেলা দক্ষিণ ও শেরপুরেও তিন সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণে আহ্বায়ক করা হয়েছে জাকির হোসেন বাবলুকে ও সদস্য সচিব করা হয়েছে রোকনুজ্জামান সরকার রোকনকে।

আর মো. হযরত আলীকে আহ্বায়ক ও মো. সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে গঠিত হয়েছে শেরপুর জেলার আংশিক কমিটি।


More News Of This Category
bdit.com.bd