• রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই ——মাওলানা হাবিবুর রহমান সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ ঢাকায় অনুষ্টিতব্য সমাবেশ সফলে সিলেট জেলা যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা অতিরিক্ত আইজিপি হওয়ায় সহকর্মী সহ সভার ভালোবাসা এস এম পি কমিশনার শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন অগ্রাধিকার ভিত্তিতে বুরহানউদ্দিন রাস্তা সংস্কারের আশ্বাস যুক্তরাজ্য প্রবাসী কবি আলিফ উদ্দিনের বিভক্তির রাজনীতি দেশের জন্য আত্মঘাতী হবে —মুহাম্মদ ফখরুল ইসলাম আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই, যেখানে কোন ভেদাভেদ থাকবে না- ডা.শফিকুর রহমান

ফুলবাড়িয়ার রাধাকানাই বাজারে মোঃ সাইদুল ইসলাম এর নির্বাচনী গণসংযোগ

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী ৪মে, এরপর ১১মে দ্বিতীয়, ১৮মে তৃতীয় ও ২৫মে চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক যুগ্ম আহ্বায়ক ও  উপজেলা আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।

এবারের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে দলীয় পরিচয়ের বাইরে প্রার্থী হওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন মোঃ সাইদুল ইসলাম।

গত ০৫/০০৪/২০২৪ইং রোজ শুক্রবার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রাধাকানাই বাজারে নির্বাচনী গণসংযোগ করেন ‘সাইদুল’। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ,  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন ‘সাইদুল’। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন।

এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ‘সাইদুল’ এর আগাম প্রচারে সরব হয়ে উঠেছে পুরো ফুলবাড়িয়া উপজেলা।

এবারের নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান সাধারণ জনগণ। কারণ দলীয় মনোনয়ন দেওয়া না হলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন বলে জানান তারা।


More News Of This Category
bdit.com.bd