মধুশহীদ জামে মসজিদের স্বনামধন্য ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (১৩ মে) বাদ এশা মধুশহীদ এলাকায় অনুষ্ঠিত হয়।
মধুশহীদ পঞ্চায়েত, মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুশহীদ পঞ্চায়েত কমিটির সহ সভাপতি কামাল আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুশহীদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মল্লিক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুশহীদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মঈনুল রশীদ মুন্না। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মধুশহীদ জামে মসজিদের বিদায়ী ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন।
পঞ্চায়েত কমিটির সদস্য পিংকু আব্দুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুশহীদ পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আলাউদ্দিন বাদশা, মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান মুক্তা, সুয়াইবুর রহমান রিয়াদ, যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইফতেখার হোসেন মনি, জাকারিয়া আহমদ, মামুন খান, রুবেল আহমদ, ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সবু, শফিউল্লাহ স্বাধীন, এম এ কাইয়ূম, কয়েস আহমদ, গুলশান খান, লিয়াকত হোসেন, খছরু আহমদ, মাহবুবুর রহমান, রাসেল আহমদ, হানিফ চৌধুরী, শামীম বক্স, জাহেদ আহমদ, মো. মবু, আরব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুকন জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা উসমান উদ্দীন আমিনী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মল্লিক চৌধুরী বলেন, দীর্ঘ ৩৫ বছর মধুশহীদ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালনকারী হাফিজ মিসবাহ উদ্দিন একজন পরহেজগার মানুষ। তিনি দায়িত্বপালনকালে মসজিদের ইমামতি ছাড়াও এলাকার কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। তিনি সহীহ-শুদ্ধভাবে কোরআন শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন আমলের শিক্ষা দিয়েছেন। এতে করে আমাদের এলাকার সর্বস্থরের মুসল্লী উপকৃত হয়েছেন। আমি তার নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করছি।
সংবর্ধনার জবাবে হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর মধুশহীদ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালনকালে আমার ভুলক্রটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষ থেকে বিদায়ী ইমামকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।