স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু'র নির্দেশনায় ময়মনসিংহে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৭ জুন) বিকেলে নগরীর শিববাড়ি দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে, ময়মনসিংহ জেলা মহানগরের উদ্যোগে এ আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল ও শোভাযাত্রা শেষে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী রকেটের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, (জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিল আহমেদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির হিমেল, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজীবুল হাসান বিপ্লব।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ২০২৪-২০২৫ অর্থ বছরের এই জাতীয় বাজেট। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মেগা সরকারে মেগা বাজেট এটি। এ বাজেট জনগণের বাজেট, মানবতার বাজেট, মানুষের অধিকার ও কল্যাণের বাজেট।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট উপহার দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বক্তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিবাদন জানায়।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫