• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

সিলেট মাজারে ধনী-গরিবের ব্যবধান কাটিয়ে প্রতিদিন সাম্যের গণ ইফতার করেন তিন শতাধিক!

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সিলেট মাজারে ধনী-গরিবের ব্যবধান কাটিয়ে প্রতিদিন সাম্যের গণ ইফতার করেন তিন শতাধিক!
:

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ ২৩:১১

সিলেট মাজারে ধনী-গরিবের ব্যবধান কাটিয়ে প্রতিদিন সাম্যের গণ ইফতার করেন তিন শতাধিক!

সিলেট হযরত শাহজালাল (র.) এর মাজারে যুগ যুগ ধরে চলে আসছে গণ ইফতার। প্রতিবছরই প্রথম রমজান থেকে শুরু হয় এই গণ ইফতার কর্মসূচি। যেখানে এক কাতারে মিলিত হোন ধনী গরিব সবাই। সাতশো বছর থেকে চলমান এই গণ ইফতারে প্রতিদিন তিন শতাধিকের বেশি রোজাদার অংশগ্রহণ করেন।

যেখানে তাদের ইফতার করানো হয় খিচুড়ি বিরিয়ানি থেকে শুরু করে গরুর কিংবা মুরগির মাংস। পেট ভরে ইফতার করতে পেরে রোজাদারও তৃপ্তি প্রকাশ করেন। ভক্ত আশেকানদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় সাতশ’ বছর ধরে চলে আসছে সর্ববৃহৎ এই গণ ইফতার।

ভক্তরা রমজানের প্রতিদিনই নামাজ, মাজার জিয়ারত শেষে যোগ দেন গণ ইফতারে। কালের পরিবর্তনে ইফতার পরিবেশনেও এসেছে কিছুটা পরিবর্তন। একসাথে গণইফতারে অংশ নিয়ে তৃপ্ত হন ভক্ত আশেকানরা।

কুষ্টিয়া থেকে সিলেট মাজারে আসা আব্দুল হাই নামের এক রোজাদার বলেন, আমরা কুষ্টিয়া থেকে সিলেট মাজারে এসেছি। এখানে ইফতারের ব্যবস্থা দেখে খুব ভালো লাগছে সকলের সাথে আমরাও ইফতারে সামিল হয়েছে এটি দারুণ একটি প্রথা।

মাজারের খাদেম শামুন মাহমুদ খান বলেন, শাহজালালের মাজারে মানত নিয়ে আসা ভক্তদের সুবিধার জন্যই এ গণ ইফতারের আয়োজন করা হয়। তাদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় চলে আসা এ গণ ইফতারে খাসি কিংবা গরুর মাংস দিয়ে তৈরি আখনি, খিচুড়ি, ছোলা, খেজুর, জিলাপি ও পেঁয়াজু দিয়ে আপ্যায়ন করা হয়।


More News Of This Category
bdit.com.bd