• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপিয়ান ইউনিয়নে আমীরে জামায়াতের সফর শেষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন কানাইঘাটের সালমান আহমেদ খুরশেদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশি জনগণ: যুক্তরাষ্ট্র কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিউ সুরমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১৩ জন পুরুষ ও ০৫ জন নারীসহ মোট ১৮ জন গ্রেফতারঃ ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল চন্দ্র দাস এর মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনির শোক প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মুখে হাসি ফোঁটাতে চায়: ঝিংগাবাড়ীতে হাফিজ আনোয়ার হোসেন খান সিলেট মহানগর এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এসএমপি ও সেনাবাহিনীর যৌথ রাত্রীকালীন চেকপোস্ট অভিযান প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন আম্বরখানায় হাবিব ষ্টোরের উদ্ভোধন

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ঈদ পুণর্মিলনী

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ঈদ পুণর্মিলনী

ফিলিস্তিনে চলমান নৃশংসতা
ঈদের আনন্দ বিবর্ণ করে দিয়েছে
—মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এবারের ঈদটি স্পেশাল ঈদ। বলা যায় স্বস্তির ঈদ। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ কিছু শৃঙ্খলায় রামাদ্বান মাস বেশ স্বাচ্ছন্দ্যে কেটেছে। কিন্তু ফিলিস্তিনের মযলুমদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলার দৃশ্য দেখে স্বাভাবিক থাকা যায় না। চলমান নৃশংসতা ঈদের আনন্দ বিবর্ণ করে দিয়েছে।

তিনি বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত পুণর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুদ্দিন।

ঈদ অভিজ্ঞতা, শিক্ষা ও অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা খলীলুর রহমান, ওয়ার্ড দায়িত্বশীল হাফিজ মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা মঈনুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা আব্দুল্লাহ আনসার, মাওলানা মুহিবুর রহমান, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মাওলানা মুজিবুর রহমান। শুরুতে কুরআন তিলাওয়াত করেন ক্বারী মাওলানা শাহজাহান কবির ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা দেলাওয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আলী বলেন, রামাদ্বানে সিয়াম সাধনা, তাক্বওয়া অর্জনের প্রচেষ্টা ও শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তাদাব্বুর তথা চিন্তাভাবনা, গবেষণায় উলামায়ে কেরামের এগিয়ে আসা উচিৎ। জাতিকে যথাযথ দীক্ষা দেয়া দরকার। এমনকি আমাদের সংগঠনকে কাঙ্ক্ষিত মানযিলে পৌঁছাতে আপনাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা প্রত্যাশা করি। প্রোডাক্টিভ কাজে আপনাদের আরও সক্রিয় ভূমিকা কামনা করছি।


More News Of This Category
bdit.com.bd