: বৃহস্পতিবার রাতে দলের অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন বলে দলীয় সুত্রে তা জানা গেছে।দলের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ তা জানিয়েছেন। তবে সিলেট জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাশুক আহমদ জানান, সিলেট জেলার প্রার্থী চুড়ান্ত হলেও নিষেধাজ্ঞা থাকায় আমরা এখনো বলতে পারছি না। শীঘ্রই প্রেস ব্রিফিং করে তা জানানো হবে।এ ব্যাপারে এহসানুল মাহবুব জুবায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটি মিটিংয়ে আছি। ব্যস্ততার কারণে তিনি বিস্তারিত বলতে পারেননি। সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও ব্যস্ত থাকায় পরে যোগাযোগ করতে বলেন।
সিলেট জেলার ৬ টিআসনে জামায়াত এর প্রার্থী:
সিলেট-১(সিলেট সিটি ও সদর উপজেলা) সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের,
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা) জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,
সিলেট-৩(দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ,
সিলেট-৪(জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) জেলা সেক্রেটারি মো: জয়নাল আবেদীন,
সিলেট-৫( কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা) জেলা নায়েবে আমীর হাফেজ আনোয়ার হোসেন খান,
সিলেট-৬(বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা) ঢাকা মহানগর আমীর ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: সেলিম উদ্দিন
মৌলভীবাজার জেলার চারটি আসনে প্রার্থী হলেন যারা :-মৌলভীবাজার-১(বড়লেখা ও জুড়ি) -মাওলানা আমিনুল ইসলাম( জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য)
মৌলভীবাজার-২ (কুলাউড়া)-ইঞ্জিনিয়ার মো :শাহেদ আলী, (জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য )
মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর)- মো: আব্দুল মান্নান( সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য)
মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) – এডভোকেট মো: আব্দুর রব( এসিস্ট্যান্ট সেক্রেটারী, সিলেট মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য)।
সুনামগন্জে ৫টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা:
সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর): উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান (আমীর, সুনামগঞ্জ জেলা জামায়াত)
সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা): এডভোকেট মুহাম্মদ শিশির মনির (আইনজীবী, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-শান্তিগঞ্জ): এডভোকেট ইয়াছিন খান (আইনজীবী, এপিপি, জজ কোর্ট, সিলেট)
সুনামগঞ্জ-৪ আসন (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর): এডভোকেট মুহাম্মদ শামসউদদীন। (আইনজীবী, জজ কোর্ট, সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-৫নামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজার): মাওলানা আব্দুস সালাম আল মাদানী (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা।
হবিগঞ্জের ৪ টি আসনে প্রার্থীরা হলেন –
হবিগঞ্জ ১
বাহুবল – নবীগঞ্জ
জনাব শাহজাহান আলী
বর্তমান সেক্রেটারি সিলেট মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী
হবিগঞ্জ ২
বানিয়াচং – আজমিরিগঞ্জ
এডভোকেট জিল্লুর রহমান আযমী
সাবেক সভাপতি ইসলামি ছাত্র শিবির
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ সদর ৩
হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ
জনাব অধ্যক্ক কাজ্বী মহসিন আহমেদ
সেক্রেটারি হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ ৪
চুনারুঘাট – মাধবপুর
কাজ্বী মাওলানা মুখলিছুর রহমান
আমীর
হবিগঞ্জ জেলা জামায়াত
সিলেট বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াত তাদের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সিলেট বিভাগের বিভিন্ন আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং নির্বাচনী প্রচারণা শুরুর প্রস্তুতি নিচ্ছে।প্রার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয় নেতা, সমাজকর্মী।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫