সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে দৈনিক নববাণী পত্রিকার ইফতার মাহফিল সম্পন্ন
সিলেট প্রতিনিধি :
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে জাতীয় দৈনিক নববাণী পত্রিকার পক্ষ থেকে এবং আসুক ফাউন্ডেশন এর সহযোগীতায় ২২ মাচ ২০২৫ইং শনিবার বিকেল ৪ ঘটিকার সময় সিলেটের জিন্দাবাজারস্থ দাড়িয়া পাড়া এলাকায় একটি অভিজাত একটি পার্টি সেন্টারে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এবং নিউজ বাংলা পত্রিকার সম্পাদক ও খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে ও নিউজ বাংলা ডট নিউজ এর সহ সম্পাদক মো: সয়েজ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, প্রধান আলোচক ছিলেন জাতীয় দৈনিক নববাণী পত্রিকার প্রধান সম্পাদক ও আসক ফাউন্ডেশন এ চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমস্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ১নং যুগ্ন সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন বকুল, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সামছু, জাতীয় দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম মেহেদী হাসান, মফস্বল সম্পাদক সোহেল মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো চীফ সুহেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, আসলে আমরা একটি কঠিন সময় পেরিয়ে এসে আজকে স্বাধীনভাবে ইফতার মাহফিল করতে পারছি। সারা দেশে ইফতার মাহফিল হচ্ছে সেই ইফতার মাহফিলে আমরা দেখতে পাই আনন্দমুখর পরিবেশে ইফতার মাহফিল হচ্ছে, এখন আর চিন্তাা নেই ইফতার মাহফিল থেকে কেউ তুলে নিয়ে যাবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না সাংবাদিকদের মাধ্যমে আমরা পুরো দেশটাকে দেখতে পাই। যখন এই আয়না ভেঙ্গে যায তখন আমরা সবকিছু দেখতে পাই না, প্রত্যেকটা সাংবাদিক যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তাহলে ফ্যাসিবাদ বাংলাদেশে আস্তানা গাড়তে পারবে না। বাংলাদেশ বিনির্মাণে রাজনীতিবিদদের যেমন করণীয় রয়েছে তেমন সাংবাদিকদেরও রয়েছে। আপনাদের কলমে নতুন করে বাংলাদেশে আসবে। পরিশেষে তিনি দৈনিক নববাণী পত্রিকার প্রধান সম্পাদক ও আসক ফাউন্ডেশনের চেয়ারম্যন গোলাম মোস্তফা জেমস্ এবং সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউজ বাংলা পত্রিকার ক্রাইম বিষয় আন্তর্জাতিক প্রতিবেদক আমিনুল ইসলাম ডিনেশ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনিতিবিদ আবু সাঈদ মোহাম্মদ তায়েফ, তাজপুর ডিগ্রি কলেজর প্রফেসর মাসুদ করিম, সিলেট মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, এমসি কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস শহীদ আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আকরাম হোসেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জুসেফ আলী চৌধুরী, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান নাহিদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্য ও আলোর সকাল নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো: আব্দুল মান্নান, জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি রুহুল আমিন, যুবদল নেতা মুজিবুর রহমান রাহাত, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট মহানগর কার্যকরি কমিটির সদস্য নোমান উদ্দিন রিপন, জসিম বুক হাউজের প্রকাশক জসিম উদ্দিন, বুনন প্রকাশনীর প্রকাশক খালেদ উদ্দিন, কবি ও সাহিত্যিক আবু সালেহ, প্রবীন সাহিত্যিক জগলুল হক, মহানগর বিএনপি নেতা নাহিদ আহমদ, সাদা পাথর নিউজ২৪ এর সম্পাদক আশরাফুল ইসলাম সমাজ কর্মী মুক্তার হোসেন মান্না ছড়াকার সাদির হোসেন, সাংবাদিক ফরহাদ আহমদ, ফটো সাংবাদিক লিমন আহমদ প্রমুখ।