সিলেট-তামাবিল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
সিলেট-তামাবিল মহাসড়কে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে জুমারা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় হরিপুরের উমনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুমারা কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের দুলাল আহমদের স্ত্রী।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু করে। বাসটি আটক করা হয়েছে।
হাবিবুর রহমান আরও বলেন, জাফলংগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- দুলাল আহমদের ছেলে মেহেরাব, সিএনজিচালিত অটোরিকশাচালক নুরুল ইসলাম। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫