• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সিলেটে র‌্যাবের অভিযানে ১৯৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিচান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ (সিপিএসসি) সিলেটের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চর গোবিন্দপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ রাসেল মিয়া (২৬) এবং সিলেট জেলার গোয়াইনঘাট থানার ফাতলিকোনা গ্রামের মাহমুদ আলীর ছেলে মোঃ আসলাম উদ্দিন (৩৮)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ সিলেটে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd