সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন নেতা আটক হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এসএমপির ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেট মহানগর যুবলীগের উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মহানগরীর ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন ও ১০নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নাজিম উদ্দিন।
আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।