সিলেটে মেসেঞ্জারে হা হা রিয়্যাক্ট নিয়ে মা রা মা রি, অতঃপর যা ঘটলো
সাদা পাথর ডেস্কঃ
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫ ১৪:৫১
সিলেটে মেসেঞ্জারে হা হা রিয়্যাক্ট নিয়ে মা রা মা রি, অতঃপর যা ঘটলো
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সহপাঠীর এক মেসেজে হা হা রিয়েক্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পরে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রসী হামলার সাথে যারা জড়িত তাদের কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান তারা। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা জানান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এক মেসেঞ্জার গ্রুপে রোজায় ক্লাস করা বা না করার বিষয়ে এক মেসেজে হা হা রিয়েক্ট দেন গ্রুপের অন্যান্য সদস্যরা। এর রেশ ধরে গত ৪ মার্চ রাতে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার একটি মেসের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন শুভ তার সাঙ্গপাঙ্গ নিয়ে একই ডিপার্টমেন্টের সারোয়ার মিয়াসহ বেশ কয়েকজনকে মারধর করে। শিক্ষার্থীদের অভিযোগ অভিযুক্ত ইসমাইল হোসেন শুভ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে নেজে দাবি করেন। এ ঘটনার সাথে যারা জড়িত ইসমাইলসহ অন্যান্যদের বহিষ্কার করার দাবি জানান তারা।
এ বিষয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন জানান, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের বাহিরে আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫