সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত ম র দে হ উদ্ধার
:
সাদা পাথর ডেস্ক :
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫ ২১:৩২
সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত ম র দে হ উদ্ধার
সিলেটে মোছা. শেফা বেগম (৩১) নামের একজন প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে নগরীর উপশহর এলাকা থেকে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোছা. শেফা বেগম (৩১) সিলেটের জকিগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের মস্তফা আহমদ এর মেয়ে।
জানা যায়, শেফা বেগম গত এক বছর থেকে উপশহর এলাকায় এইচ ব্লকের ৫নং রোডের ২৮নং বাসায় (খান ভবন) ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসাবস করে আসছেন। তার স্বামী সৌদি আরবে থাকেন।
গত শনিবার রাতে ওই ফ্ল্যাটে সাবলেট থাকা অপর ভাড়াটিয়া শেফার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫