সিলেটের তামাবিল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলাস্থ সিলেট-তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ২ জনের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি ও নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি জানান, অজ্ঞাত একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ ব্যাক্তির মৃত্যু হয়েছে।