নতুন সিলেট প্রতিবেদক :
সিলেট মহানগরের মহাজনপট্টিস্থ কাষ্টঘর রোডের প্রবেশমুখে অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটককৃত ব্যক্তি সিলেট মহানগরের ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগরের মো. সেলিমের ছেলে আরিফুল ইসলাম রাফি (২৫)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।