আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
সিলেট প্রতিনিধি: গতকাল ২৬ শে মার্চ ২০২৫ ইং রোজ বুধবার বাদ আসর দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) মাজার দক্ষিণ গেইট (মিনারের পাশে), সিলেটে অবস্থিত অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ হোটেল সুরমালিংক এবং এর সহযোগী প্রতিষ্ঠান মিনার রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উক্ত প্রতিষ্ঠান দুটি কিছু সংখ্যক তরুণ উদ্যোক্তা রওনক আহমেদ, লুৎফুর রহমান, নেছার আহমদ জামাল, শেখ মো: বাবলু মিয়া, ওয়াহিদুল ইসলাম ও মো: জয়নাল উদ্দিন এবং তাদের কিছু বন্ধুদের উদ্যোগে বাস্তবায়ন করা হয়। তাদের ব্যবসার অন্যতম উদ্যেশ্য হচ্ছে সিলেটে আগত ট্যুরিস্টদের মানসম্মত সেবা প্রদান করে নিজেদের আর্থিক লাভের পাশাপাশি সিলেটের পর্যটন খাতকে অগ্রসর করা।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব জনাব দেওয়ান হুজাইফা হুসাইন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিরা প্রতিষ্ঠানের ৬ তরুণ উদ্যোক্তার অত্যন্ত প্রশংসা করেন। অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ হাসান, সেক্রেটারি, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, আহমদ মাহবুব ফেরদৌস, ডিরেক্টর উন্নয়ন ও পরিকল্পনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অব. জেনারেল ম্যানেজার জেমস ফিনলে টি কোম্পানি, জহির আহমেদ চৌধুরী, জেনারেল ম্যানেজার এম আর খান টি এস্টেট,মুফতি মোহাম্মদ সুহেল উদ্দিন আহমদ, প্রোপার্টি ওউনার ও অব: ম্যানেজার ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লি: জহিরুল মোস্তফা চৌধুরী তারেক, চেয়ারম্যান গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল, সৈয়দ মুজিবুর রহমান এমডি গ্র্যান্ড মোস্তফা, হোটেল আবাবিল, মাহমুদুল হক মাসুম ইনকাম ট্যাক্স প্র্যাক্টিশনার।অন্যান্যদের মধ্যে উপস্তিতি ছিলেন জনাব পিপি ইকবাল আহমেদ, রোটারি ক্লাব অব সিলেট মহানগর, মো: জাবের আলী শাহ ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্পাহানি টি এস্টেট, গাজীপুর, এড.সৌমেন ভট্যাচার্য প্রমুখ।