• শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই ——মাওলানা হাবিবুর রহমান সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ ঢাকায় অনুষ্টিতব্য সমাবেশ সফলে সিলেট জেলা যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা অতিরিক্ত আইজিপি হওয়ায় সহকর্মী সহ সভার ভালোবাসা এস এম পি কমিশনার শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন অগ্রাধিকার ভিত্তিতে বুরহানউদ্দিন রাস্তা সংস্কারের আশ্বাস যুক্তরাজ্য প্রবাসী কবি আলিফ উদ্দিনের বিভক্তির রাজনীতি দেশের জন্য আত্মঘাতী হবে —মুহাম্মদ ফখরুল ইসলাম আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই, যেখানে কোন ভেদাভেদ থাকবে না- ডা.শফিকুর রহমান

সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই ——মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

বিমানবন্দর থানা জামায়াতের সহযোগি সদস্য সমাবেশ

সিলেটবাসীর জন্য নিজেকে
উজাড় করে দিতে চাই
——মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াত মানবতার কল্যাণ সাধণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমরা সব সময় মানবতার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সিলেট আমার প্রাণের শহর। এখানেই শৈশব, কৈশোর, যৌবনের দিন শেষে বার্ধ্যক্যে উপনীত হয়েছি। আজকে দল সিলেট-১ আসনের জন্য আমাকে মনোনীত করেছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই। এক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাংখিত সাফল্য অর্জন করবো। ইনশাআল্লাহ।

তিনি বলেন, জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কুরআন ও হাদীসের আলোকে সমাজকে আলোকিত করতে চায়। এজন্য জামায়াতের উপর সীমাহিন জুলুম চালানো হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাসি দিয়ে, জেলে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। হাজার ভাইদের নির্বিচারে গুলী করে হত্যা ও পঙ্গু করা হয়েছে। কিন্তু আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি। কোনদিন পারবেও না। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে কাজ করছি। আমাদেরকে কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।

তিনি শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সেক্রেটারী ফরিদ আহমদের পরিচালনায় সুবিদবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার।

সমাবেশে বক্তব্য রাখেন- বিমানবন্দর থানার নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন পাঠান ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার জাফর আলী ও ৬নং ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ চৌধুরী প্রমূখ।


More News Of This Category
bdit.com.bd