• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

সালুটিকর সুন্দ্রগাঁওয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সালুটিকর সুন্দ্রগাঁওয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।। কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান।
——————————————————————
গোয়াইনঘাটের সালুটিকর সুন্দ্রগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগ আজ এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আগামীর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আদর্শ ভিত্তিক শোষনমুক্ত জাকাত অর্থনীতি ভিত্তিক একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

মাহফিলে বক্তারা বলেন, দেশকে নতুন ভাবে মেরামত করার সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করা উচিৎ হবে না। দেশকে অস্থিতিশীল করার ও অপ প্রচার বিভ্রান্তী ছড়ানোর বিরোদ্ধে দেশবাসী প্রত্যেক নাগরীককে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি গোনাহ মাফের এই রমজান মাসে আল্লাহ তা’আলার সাহায্য, রহমত বরকত কামনায় বেশী বেশী প্রার্থনা করতে হবে। ইমান ও এহতেসাবের সাথে রোজা পালন করতে বক্তাগণ আহবান জানান।

বিশিষ্ট ব্যক্তি ভূমি কমিশনার এস এম বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও আইনজীবি সহকারী সাবেক ছাত্রনেতা নুরুল হক নাহিদের পরিচালনায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করেন,সিলেট জেলা জামায়াতের পেশাজীবী ইউনিটের সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান মাষ্টার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সাংবাদিক আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমরান আহমদ,উপজেলা যুব বিভাগের সভাপতি ইমরুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়াইনঘাট উপজেলা সভাপতি মালেক আহমদ, নন্দীরগাঁও ইউনিয়ন সভাপতি ক্বারী নূর উদ্দিন, ডাক্তার শেয়খুল ইসলাম, মাষ্টার ফারুক আহমদ শীপন, বিশিষ্ট মুরব্বী ভূমি অফিস সাবেক কর্মচারী আলহাজ্ব বদরুল ইসলাম, ব্যবসায়ী আনা মিয়া, ছাত্রশিবির সভাপতি ইয়াসিন আহমদ, নন্দীরগাঁও ইউনিয়ন যুব কমিটির সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন, ইত্তেহাদুল কোররা,পিয়াইনগুল জামেয়া কেন্দ্রের মাওলানা ক্বারী আনওয়ারুল ইসলাম। বিজ্ঞপ্তী


More News Of This Category
bdit.com.bd