মোঃ সাবিউদ্দিন: অসহায় মানব প্রেমিক সংগঠনের ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন ২০২৩ইং উপলক্ষে স্বেচ্ছাসেবক মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত মিলন মেলায় সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি সরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় বিভিন্ন সামাজিক সংগঠন কে।সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় 'রক্তদানে লিবারেল ফাউন্ডেশন' কে সম্মাননা স্মারক প্রধান করেন অসহায় মানব প্রেমিক সংগঠন।
উক্ত সম্মাননা স্মারক গ্রুহণ করার সময় উপস্থিত ছিলেন রক্তদানে লিবারেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহাগ মিয়া সহ-সভাপতি মুফতি সোলাইমান মাহমুদী সহ-ক্যাম্পেইন সম্পাদক লামি ওয়ালিদ সহ-ত্রাণ সম্পাদক নয়ন মিয়া আবিদ হাসান, সহ-প্রচার সম্পাদক জিসান মিয়া মোঃ সাদিক হোসেন সহ আরও অনেকে।
আলোচনা সভায় অতিথি বৃন্দরা রক্তদানে লিবারেল ফাউন্ডেশন এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন ও সংগঠন কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং সংগঠনের সকল কার্যক্রমে সাথে থেকে সার্বিক ভাবে সহযোগীতা করবেন বলে আশ্বস্ত করেন।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫