প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
সরকারি টাকায় ভুয়া ডিগ্রী সংগ্রহ করতেন হাসিনা নিউজ ডেস্ক, সাদা পাথর ২৪.কম ০৫:৩৮পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১ | ৬ শা’বান সরকারি টাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট সংগ্রহ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ‘রাষ্ট্রীয় শত শত কোটি কোটি টাকা অপচয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রমণ এবং ডক্টরেট ডিগ্রী বিলাশ’ শিরোনামে দুদকের সাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের সরকারি টাকা লবিস্ট এর পেছনে ব্যয় করে ভুয়া ডিগ্রি সংগ্রহ করতেন শেখ হাসিনা। তিনি যে সকল পদক ও ডিগ্রী সংগ্রহ করেছেন তার প্রায় সবগুলোর পেছনে প্রচুর খরচ করতেন তিনি। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে অর্জন করা কয়েকটি ভুয়া ডক্টরেট হলো ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিবেদনে আরও জানানো হয়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে সার্বিক পর্যালোচনান্তে দুর্নীতি দমন কমিশন কর্তৃক উল্লিখিত বিয়সমূহ প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫