• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ
– বিভাগীয় কমিশনার

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের সকল শ্রেণির মানুষের জন্য কাজ করে। সমাজের অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ।

তিনি শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

রাষ্ট্র সকল নাগরিকের অভিভাবকের মত উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। রাষ্ট্রের পক্ষে সমাজসেবা অধিদপ্তর সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকার ভাতা প্রদান করে থাকে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ও দুঃস্থ শিশুদের মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিত করে।

পৃথিবীর সকল মানুষের চাহিদা একই রকম উল্লেখ করে প্রধান অতিথি বলেন, একটি মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি তার সামাজিক নিরাপত্তাও একটি অধিকার। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে বসবাস করার সুযোগ করে দেওয়ার দায়িত্ব সমাজের এবং রাষ্ট্রের। তাদেরকে সঠিক পরিচর্যা করা, শিক্ষার ব্যবস্থা করা, আনন্দ ও সুখে দেওয়ার গুরুত্বপূর্ণ কাজটিই সমাজসেবা অধিদপ্তর করে যাচ্ছে।

তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়ক। সমাজসেবা অধিদপ্তরের আওতায় বেড়ে ওঠা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। শিশু পরিবার ও নিবাসে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সমীর মল্লিক ও মোঃ মোশাররফ হোসেন, উপপরিচালক দেবব্রত দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রফিকুল ইসলামসহ বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের অধীন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd