• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ন

শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

  1. শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা
    জ্যেষ্ঠ প্রতিবেদক
    ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৮
    শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা
    আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করেছে একদল ছাত্র-জনতা।

রোববার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করেন শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

জানা গেছে, কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।

শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে অবরুদ্ধ করেছি।

তিনি আরও বলেন, আমরা তাকে অবরুদ্ধ করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে বাকি যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তাদের অভ্যন্তরীণ কিছু নিয়ম-কানুন আছে। এ ছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা, সেটাও আমরা জানি না। যেহেতু কর্তৃপক্ষ আমাদেরকে এখন পর্যন্ত ডাকেনি তাই আমরা যাইনি।


More News Of This Category
bdit.com.bd