মোঃ সাবিউদ্দিন: পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, “পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে শেখ হাসিনার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে জাপানের।”
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া, চীন, ভারত, ফিনল্যান্ড, চেক প্রজাতন্ত্র, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, ব্রুনাই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন ও মরক্কোসহ আরও কয়েকটি দেশ।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫