লাইফস্টাইল
শুভেচ্ছা বার্তা নারী দিবসের
লাইফস্টাইল ডেস্ক
৮ মার্চ ২০২১, ১৫:১২
বছরের একটি বিশেষ দিন কেবলই নারীদের। নারী দিবস মানেই আলাদা একটা দিন। শুধু নিজের সংসারের নয়, রাষ্ট্র পরিচালনার মতো কঠিন কাজটিও করছেন সুনিপুণভাবে।
আন্তর্জাতিক নারী দিবসে নিজের পরিবারের সদস্য, প্রিয়জন বা সহকর্মীকে জানাতে পারেন বিশেষ শুভেচ্ছা। এমনই কিছু শুভেচ্ছা বার্তা নিচে তুলে ধরা হলো-
১. তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। শুভ নারী দিবস!
২. যাঁরা মেয়েদের পায়ের তলায় থেঁতলে দেয়, তাঁরা কেউ পুরুষ নয়, তাঁরা মানুষও নয়। শুভ নারী দিবস!
৩. আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
৪. আঠারো বছরে পা দিলেই বিয়ের চিন্তা না করে বাবা-মায়ের উচিত মেয়েদের যোগ্য করে তোলা।
৫. তোমার শরীর নয়, যেদিন সবাই তোমার মন বুঝবে সেদিনই হবে যথার্থ নারী দিবস।
৬. বিকশিত হোক তোমার মন। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
৭. বাধা এলে মুখোমুখি দাঁড়াবে তাঁরা। তাঁদের মধ্যেই আছে অনন্ত শক্তির আধার।
৮. জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে, সেই জাতিরই পতন নিশ্চিত। নারীদের সম্মান করো। শুভ নারী দিবস!
৯. পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।