লুটপাট করে যারা পালিয়ে গেছে তারা কখনো আর সরাসরি প্রতিহত করতে পারবে না।
------কাদের সিদ্দীকি।
------------------------------------------------------------------
বঙ্গবীর কাদের সিদ্দীকি বলেছেন, লুটপাট করে যারা পালিয়ে গেছে তারা কখনো আর সরাসরি প্রতিহত করতে পারবে না।
শেষ স্মৃতি চিহ্ন শেষ হয়ে গেলো!আওয়ামীলীগের ৭৩টি সংগঠনের কমপক্ষে সারা দেশে ৭৩ লাখ কার্যকরী কমিটির নেতা কর্মী, সদস্য,সাধারন সাপোর্টারের সংখ্যা প্রায় ৬ কোটির উপর আজকে গেলো কই?আওয়ামিলীগ দুইবার পরাজিত হলো!আজকেও ধানমন্ডির ৩২-নং বাড়ি রক্ষা করতে আসে নাই কেউ! ঢাকা শহরের অলিগলিতে আওয়ামিলীগ, ছাত্রলীগ আর যুবলীগ! ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় যারা বাড়ি,গাড়ি আর কোম্পানির মালিক হয়েছে!আজকেও প্রমাণ হলো এই ঢাকা শহরে আওয়ামীলীগের "আ"ও আর নেই!ফেসবুক গরম করে লাভ নাই! পালিয়ে গিয়ে যুদ্ধ করা যায়না! আর আওয়ামিলীগ বসে বসে ফেসবুকে তাদের শেষ ঠিকানার আগুনের দৃশ্য উপভোগ করতেছে!কাপুরুষদের জন্য রাজনীতি নয়-রাজনীতি সাহসী মানুষেদের জন্য!পরাজয় মেনে নিয়ে নিরব থাকুন! কারণ ভুলের মাসুল দিতে হবে বার বার!লুটপাট করে যারা পালিয়ে গেছে তারা কখনো আর সরাসরি প্রতিহত করতে পারবে না!
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫