ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কুটি চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে উজ্জল মিয়া (৪৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কুটি ইউপি প্যানেল চেয়ারম্যান এবং একই এলাকার মাসুক মিয়ার ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।