মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত ১৩নং ভবানীপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে আছিম বাজার থেকে বানার নদের পাড় হয়ে ভবানীপুর ইউনিয়নে প্রবেশ সড়ক। ফুলবাড়িয়া তথা আছিম বাজার হয়ে ভালুকা সংযোগ স্থাপনকারী এই সড়ক দিয়ে প্রতিদিন গার্মেন্টস ফ্যাক্টরির বাস, ট্রাক, এম্বুলেন্স, প্রাইভেটকার, সি.এন.জি, অটো রিকশা ও ভ্যান সহ বিভিন্ন ধরনের জানবাহন চলাচল করে। তাছাড়া প্রতিদিন হাজার হাজার পথচারী এই সড়ক টি ব্যবহার করে থাকে "তালুকদার বাড়ি মোড় থেকে পঞ্চাশ গজ উত্তর পাশে, গত বৃষ্টি পানি নদীতে নামাতে গিয়ে সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়ে ও দুই পাশে ভাঙনের সৃষ্টি হয়। ভাঙনের ফলে সড়কটি দিন দিন যাতায়াতের অনুপযোগী হয়ে যাচ্ছে" এই সড়কে বাস ও ট্রাক ইতোমধ্যে চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও হাসপাতালে যাতায়াত করতে হয় বহু মানুষ কে। এমতাবস্থায় রাস্তাটি সংস্কার করা না হলে জরুরী অবস্থায় রোগীকে এম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া সম্ভব হবে না, তাতে বিনা চিকিৎসায় রোগীকে মৃত্যুবরন করতে হবে সড়কেই। অনতিবিলম্ব সড়কটি সংস্কার করে এলাকার সকল স্তরের জনগণের দুর্দশা লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোঃ সাবিউদ্দিন, এলাকার সর্বস্তরের জনগণকে পক্ষে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫