• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

রামাদ্বানে মানব মনে খোদাভীতি জাগ্রত করার শপথ নিতে হবে —মুহাম্মদ ফখরুল ইসলাম

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

রামাদ্বানে মানব মনে খোদাভীতি
জাগ্রত করার শপথ নিতে হবে
—মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। পরিপূর্ণ মুত্তাকি হওয়ার জন্য রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস। তাই রমজান থেকে শিক্ষা নিয়ে মানব মনে খোদীভীতি জাগ্রত করতে হবে। সমাজে আজ শিশু ধর্ষণ থেকে শুরু করে নানা অপকর্ম সংঘটিত হচ্ছে। শুধুমাত্র প্রচলিত আইন ও বিচারে অপরাধ দমন সম্ভব নয়। মানুষের মনে পরকালের জবাবদিহীতা সৃষ্টি করতে হবে। কুরআনের আলোয় সমাজকে আলোকিত করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।

তিনি রোববার (১৬ মার্চ) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ড জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদের সভাপত্বিতে ও সেক্রেটারি সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, ৩৯নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি কাজী আহমদ শিবলী ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নোমান আহমদ।

উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল হাই, আব্দুল করিম বিশ্ব, কবির আহমদ, আলী আহমদ, বদরুল ইসলাম, শফিক আহমদ, মনির উদ্দিন, বাদশাহ মিয়া, নূর উদ্দিন ও মিজান উদ্দিন প্রমূখ।


More News Of This Category
bdit.com.bd