'মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ
'
৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী'র আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর নেতৃত্বে শুরু হওয়া র্যালীতে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫